টেকনাফে পুলিশ সাংবাদিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

7টেকনাফ সংবাদদাতা ৥

কোন নির্দোষ মানুষ কখনো পুলিশের কাছে হয়রানীর শিকার হবে না। সঠিক তথ্যের মাধ্যমে পুলিশকে সহযোগীতা করুন। টেকনাফের দুর্নাম-অপাবাদ ঘোষাতে কাঁদে কাঁদ ও হাতে হাত মিলিয়ে এক সঙ্গে কাজ করি। পুলিশ এবং সাংবাদিক সম্প্রীতির সহাবস্থানে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সকলে আন্তরিকতা দিয়ে এগিয়ে আসি। মাদক ও মানব পাচার রোধে স্থানীয় সাংবাদিকদের পুলিশকে সহযোগীতা করতে হবে। টেকনাফ মডেল থানায় নবাগত ওসি ও কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার উপরোক্ত কথাগুলো বলেন। জানাযায়, ৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় থানাস্থ হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার। ওসি তদন্ত কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রবীণ সাংবাদিক হাফেজ মোঃ কাশেম, আশেকুল্লাহ ফারুকী, জাবেদ ইকবাল চৌধুরী, নজির আহমদ সীমান্ত, মুঃ তাহের নাঈম, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, সাইফুল ইসলাম সাঈফী, শাহীন শাহ, আমান উল্লাহ। উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, নুরুল হক, শামসুল আলম শারেক, আব্দুল্লাহ মনির, আব্দুর রহমান, জেড করিম, আব্দুস সালাম, আবুল আলী, নুরুল করিম রাসেল, মোঃ রশিদ, ছৈয়দুল আমিন চৌধুরী, নুরুল হাকিম আনোয়ার, গিয়াস উদ্দিন ভূলু, আব্দুল কাইয়ুম, মোঃ শাহীন, মামুন, মোঃ ইসলাম, আবসার কবির আকাশ, মোঃ জুবাইর, সাইফুল ইসলাম, মোঃ আলম শাহীন, সেলিম, নুরুল হোছাইন, মোঃ সেলিম, পি.এস.আই. আব্দুল গোফরান ও মোঃ সাইদুর রহমান প্রমুখ।


শেয়ার করুন