টেকনাফে পাহাড় কেটে জমি ভরাট করছেন প্রভাবশালী চক্র

IMG20160621060046বিশেষ প্রতিবেদক : টেকনাফে পাহাড় কেটে সাবাড় করছে আবদুল্লাহ গং। এতে মানা হচ্ছে না ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ আইন। পাহাড় ও টিলাভূমি থেকে কেটে নেয়া এসব মাটি স্থানীয় বাড়ি ভিটা ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ মতে পাহাড় বা পাহাড়ী টিলাভূমি যা প্রাকৃতিকভাবে সৃষ্ট তা কর্তন বা রূপ পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনে জড়িতদের ২-১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দণ্ড ও ২-১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে,টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় প্রভাবশালী নেতার নাম ব্যাবহার করে স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ,আবুল কাসেমের ছেলে আবদু রহিম ও জনৈক মোঃ তৈয়ুব এর নেতৃত্বে জমি ভরাট করতে বিশাল আকৃতির পাহাড় কেটে ফেলা হচ্ছে।মঙ্গলবার সারা রাত স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কেটে ৪-৫টি ট্রাক ভরে লম্বরী মলকা বানু স্কুলের প্রায় ১০০ ফিট দক্ষিণে প্রধান সড়কের পশ্চিমে সরকারী চলাচলপথ দখল করে প্রভাবশালী নেতার নাম ব্যাবহার করে আবদুল্লাহ গং এর ভিটি জমি ভরাট করছে।খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া নির্বিঘ্নে তারা ক্ষমতাসীন নেতার নাম ভাঙ্গিয়ে পাহাড় ও টিলাভূমি কেটে সাবাড় করছে।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, পরিবেশ ও ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে পাহাড় ও টিলা কাটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ হলেও ভূমি প্রশাসন ও বন পরিবেশ অধিদফতর পক্ষ থেকে অপরাদীদের খোঁজ নিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে ।এব্যাপারে অভিযুক্তরা মোবাইল রিসিব না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আশু হস্ত কামনা করেছেন এলাকার সচেতন মহল।


শেয়ার করুন