টেকনাফে ইউনিয়ন ভিত্তিক এমবিবিএস ডাক্তার নেই

doctor_abdul_bari_photo_15219আমান উল্লাহ আমান, টেকনাফ:
জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবার্চনী ইস্তেহার অনুযায়ী সারা বাংলাদেশে ইউনিয়ন ভিত্তিক এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়েছেন। যার জন্য বাংলাদেশের কোটি কোটি লোকজন প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ডাক্তার নিয়োগের সাথে আরও বলেছেন ডাক্তারদেরকে কমপক্ষে নিয়োগকৃত এলাকায় ২বছর পর্যন্ত চাকুরী করতে হবে। সে অনুপাতে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রাপ্তরা স্ব-স্ব কর্মস্থলে পৌছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলায় ৬টি ইউনিয়নে সদর ব্যতিত ৫জন ডাক্তার নিয়োগ প্রদান করে। এতে এলাকার লোকজন আনন্দে আত্মহারা হয়ে উঠে। কিন্তু ২মাস পেরোতে না পেরোতেই নিয়োগকৃত ডাক্তারেরা উধাও। বর্তমানে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাড়া কোথাও ডাক্তার নেই বলে স্থানীয় লোকজন জানিয়েছে। ফলে শত শত গ্রামাঞ্চলের লোকজন সরকারী উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। র্নিভর হয়ে পড়েছেন গ্রাম্য কোয়াক ডাক্তারের নিকট। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন সরকারের পদক্ষেপকে আমরাও সাধুবাদ জানিয়ে ছিলাম। কিন্তু ইউনিয়ন ভিত্তিক ডাক্তারগণ টেকনাফে ২/৩ মাস অবস্থান করার পর তদবির করে চলে যায়। যাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও চলে গেছে। এখানে আমার করার কিছুই নেই। তারা ঢাকা থেকে তদবির করে এখানে আসার পর চলে যায়। এদিকে এলাকার জনগণ বলেছে যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেছে চিকিৎসকগণ সেখানে জনগণ ডাক্তারদের নিকট কি সেবা আশা করতে পারে?


শেয়ার করুন