রমাজেনও নেই মনিটরিং

টেকনাফের হাট বাজারে পণ্যের বাজারে আগুন

আমান উল্লাহ আমান, টেকনাফ ॥

পবিত্র রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম ২/৩ গুন বাড়িয়ে দিয়েছে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। ফলে মধ্যবিত্ত, নিন্ম বিত্ত লোকজনদের নাভিশ্বাস উঠেছে। এজন্য বাজার মনিটরিং কমিটিকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।
টেকনাফ উপজেলার ও পৌরসভার হাট বাজার সমূহ পরিদর্শনে দেখা যায়, রমজানের পূর্ববর্তী সময়ের দর নিয়ে বর্তমান দরের মধ্যে কয়েক গুন তফাৎ। রমজানের পূর্বে যে সমস্ত পণ্য ১০টাকা দামে বিক্রিয় হত বর্তমানে সে পণ্য ২০টাকা দামে বিক্রয় হচ্ছে। চলছে পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা। এক দোকানের পণ্যের মূল্যের সাথে অন্য দোকানের একই পণ্যের দামের কোন মিল নেই। পণ্যের মুল্য তালিকা টাঙ্গানো কথা থাকলেও কোন দোকানে দৈনিক মূল্য তালিকা প্রদর্শন করছেনা। যেমন মূল্য বাড়িয়ে নিচ্ছে তেমনি ভেজাল ও মিয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রয় করছে বলে ক্রেতা সাধারণের অভিযোগ।
বিশেষ করে টেকনাফের প্রধান হাট বাজার হিসেবে পৌরসভার বাজারে ইহা বেশী পরিলক্ষিত হচ্ছে। বাজার পরিদর্শনে সে সমস্ত পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছে এর মধ্যে ছোলা বা ছনা প্রতিকেজি ৯৫টাকা হতে ১শ টাকা, চিনি প্রতিকেজি ৬৫হতে ৭০টাকা, সয়াবিন তৈল ১শ ৪০টাকা হতে ১শ ৬০টাকা, মাংস প্রতিকেজি ৬শ টাকা হতে ৭শ টাকা, মুরগী প্রতিকেজি ২শ হতে ২শ ২০ টাকা, ইলিশ বড় প্রতিকেজি ১১শ হতে ১২শ টাকা, ছোট ৭শ হতে ৮শ টাকা। যা ২/৩দিনের ব্যবধানে ব্যবসায়ীরা এর দাম বাড়িয়ে দিয়েছে। এ সমস্ত পণ্যের পাশাপাশি সবজির বাজারের অবস্থা আরও আগুন। বরবটি প্রতিকেজি ৭০টাকা, শশা প্রতিকেজি ৬০টাকা, বেগুন প্রতিকেজি ৭০-৮০ টাকা ইত্যাদি। এ সমস্ত পণের দাম বৃদ্ধি হওয়া দরিদ্র দিন মজুর, রিক্সা চালক সব চেয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। এ ব্যাপারে এলাকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজন বাজারে প্রতিটি পণ্যের দাম স্থিতিশীল ও সাধারণদের ক্রয় সীমার মধ্যে রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এ পবিত্র রমজানে তাদের সীমিত আয় দিয়ে পণ্য ক্রয় করা সম্ভব হবেনা। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তারা। এদিকে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবশ্যই অভিযান পরিচালনা করা হবে। আমি জেনেছি অনেক অসাধু ব্যবসায়ী রমজানকে সামনে রেখে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছে।


শেয়ার করুন