ইয়াবা, দেশীয় এলজি ও কার্তুজ উদ্ধার

টেকনাফের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

আমান উল্লাহ আমান, টেকনাফ প্রতিনিধি॥
টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী হত্যাসহ বহু মামলার আসামী দোস মোহাম্মদ (৩৫) কে আটক করেছে পুলিশ। এসময় উক্ত সন্ত্রাসীর কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও গভীর রাতে এস, আই আব্দুর রহিম আসামীর দেওয়া তথ্যে অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় গহীন পাহাড়ে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরী এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করে। ধৃত সন্ত্রাসী মিয়ানমারের হাইচ্ছোরাতা এলাকার জমিল আহমদের ছেলে ও নয়াপাড়া রেজি: শরণার্থী ক্যাম্পের সি ব্লকের ৮৩৭ নং শেডের ১নং রুমের বাসিন্দা (এমআরসি নাম্বার-৪৫৯৫০)। ১০ (জুলাই) রবিবার রাতে পৃথক অভিযানে তাকেসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় হত্যা, অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাকে নিয়ে অভিযান চলছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোস মোহাম্মদ স্বশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরএসও অথবা আল-একিনের সাথে জড়িত থাকতে পারে।


শেয়ার করুন