টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে?

সিটিএন ডেস্কঃ

আর কয়েক দিন পর মরুর বুকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমাট আসর। অংশগ্রহণকারী দল প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। এরই মধ্যে রোববার বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি। জানা গেল এই বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নের অর্ধেক।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। দলগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে এই অর্থ।

টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

২০১৬ আসরের মতোই সুপার-১২ পর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে বোনাস। এবার ৩০ ম্যাচের মধ্যে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা। এখানে সর্বমোট অর্থ বরাদ্দ ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রথমপর্বে ১২টি ম্যাচ রয়েছে। এই পর্বেও প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে প্রতিটি দল। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার।


শেয়ার করুন