টিআই’র সূচকে বাংলাদেশে দুর্নীতি কমেছে দুই ধাপ

সিটিএন ডেস্ক :

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বাংলাদেশে দুর্নীতি কমেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৭ অনুযায়ী ২০১৬ সালের তুলনায় বাংলাদেশের স্কোর ও অবস্থান দুই ধাপ বেড়েছে। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭তম। গত বছর এই অবস্থান ছিল ১৫তম। একই স্কোর পেয়ে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছে গুয়াতেমালা, কেনিয়া, লেবানন ও মৌরিতানিয়া।

বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের এ অগ্রগতি বৈশ্বিক গড় স্কোর ৪৩-এর তুলনায় এখনও অনেক কম। অর্থাৎ দুর্নীতির ব্যাপকতা এখনও উদ্বেগজনক। তাই দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সরকারকে।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০১৭ সালে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ অর্জন করেছে ২৮ স্কোর। আর দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান এখনও দ্বিতীয়। সর্বোচ্চ স্থানে আছে আফগানিস্তান। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩১টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ় হওয়ায় দুর্নীতি সূচকে বাংলাদেশের স্কোর দুই ধাপ বেড়েছে। কিন্তু প্রয়োগের ঘাটতি, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন খাতে ক্রমবর্ধমান অনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম ও দুর্নীতি ও বিশৃঙ্খলায় জড়িত সহায়তাকারী ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় সূচকে বাংলাদেশ ভালো করতে পারিনি।’

সিপিআই-২০১৭ অনুযায়ী ৮৯ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত তালিকার শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ৮৮ স্কোর পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড, যাদের স্কোর ৮৫।

আর মাত্র ৯ স্কোর পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। ১২ স্কোর পেয়ে দুর্নীতিতে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ সুদান, ১৪ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিরিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের সিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান- ভুটান (স্কোর ৬৭), ভারত (৪০), শ্রীলংকা (৩৮), মালদ্বীপ (৩৩), পাকিস্তান (৩২), নেপাল (৩১), বাংলাদেশ (২৮) এবং আফগানিস্তান (১৫)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের প্রমুখ।


শেয়ার করুন