টাইটানিক হোটেলে আপনাকে স্বাগত

205_2আপনি এখন যখন কোনো স্বপ্নের অবকাশযাপনের কথা ভাবেন তখন নিশ্চয়ই টাইটানিকে ঘুরে বেড়ানোর কথা চিন্তা করেন না।

টাইটানিক ডুবে রূপকথার গল্পের মতই জনপ্রিয় হয়ে আছে।

তবে এবার আপনাকে টাইটানিকে থাকার ব্যবস্থা করছে তুরস্কের একটি কোম্পানি। তুরস্কের আনতলিয়ায় তৈরি হয়েছে টাইটানিক জাহাজের আদলে একটি হোটেল। এর  নাম ‘টাইটানিক বিচ লারা’।

হোটেলটিকে দেখলে একটি ভাসমান হোটেল পুল বলেই মনে হবে। তবে এটিকে টাইটানিকের রূপই দেয়া হয়েছে।

টাইটানিক জাহাজটি ১৯১২ সালে উত্তর আটলান্টিকে ডুবে গেলেও এই হোটেলটির তেমন কোনো ট্রাজেডির আশঙ্কা নেই। এটি বিমানবন্দর থেকে মাত্র ১০ মাইল দূরে স্থলভাগে অবস্থিত।

‘হোটেলটির বিপণন ব্যবস্থাপক তারিক এগমেন বলেন, ‘আমরা রূপকথার জাহাজটির দ্বারা অনুপ্রাণিত হয়েছি। এটি ছিল সেই সময়ের সবচেয়ে অভিজাত, বিলাসবহুল এবং আরামদায়ক প্রমোদতরী।’

টাইটানিক বিচ লারা হোটেলটিকেও সেই রকম নয়নাভিরাম স্থাপত্য নকশায় সাজানো হয়েছে। এটি ৫৫০টি বেশি রুম রয়েছে। রুমেই বসেই দেখা যাবে সাগরের দৃশ্য।

এতে রয়েছে তিনটি সুইমিং পুল এবং তার্কিশ বাথ।

অতিথিরা হোটেলটির ডেকে বসে নৈশভোজ সারতে পারবেন।

এতে রয়েছে জীবনরক্ষাকারী লাইফবোট, লাইফ প্রিজার্ভার, প্রমোদতরীর রেলিংসহ নানা উপকরণ। তবে স্থলভাগের ওপর তৈরি বলে এগুলো কখনো ব্যবহারের প্রয়োজন হবে না।

হোটেলটিতে উঠলে হয়তো আপনার লিওনার্দো ডিক্যাপ্রিও এবং  কেট উইন্সলেটের মত রোমান্টিক মুহূর্তের কথা মনে আসতে পারে। তাই অতিথিরা চাইলে তাদের মতই সাগরের মিষ্টি বাতাসে হারিয়ে যেতে পারবেন।

সূত্র: ইয়াহু ট্রাভেলস


শেয়ার করুন