টাইগাদের এগিয়ে যাওয়ার লড়াই কাল, প্রতিপক্ষ আয়ারল্যান্ড

banfl_105179টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করেই জিততে হয়েছে বাংলাদেশকে। টাইগারদের সামনে এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে জয় পেলে সুপার টেন পর্বে খেলার দৌঁড়ে এগিয়ে যাবে মাশরাফিরা।

অন্যদিকে, সুপার টেন পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ের কোনও বিকল্প নেই। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে তারা। কারণ, গতকাল ওমানের বিপক্ষে তারা হেরেছে।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের ধর্মশালায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ফলে, শুধু আয়ারল্যান্ড নয়, বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে বিরুপ আবহাওয়াও।

ধর্মশালায় ঠান্ডা আবহাওয়ার কারণে এমনিতেই শ্বাস নিতে সমস্যা হচ্ছে মাশরাফিদের। আর ম্যাচটি রাতে হওয়ায় ঠান্ডা খুবই ভোগাবে টাইগারদের।তার ওপর আবার বৃষ্টির সম্ভাবনাও নাকি আছে! আগামী ১৩ মার্চ ওমানের বিপক্ষে ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাতে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিনে।

আইরিশদের বিরুদ্ধে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড জিতেছে একটিতে। ওডিআইতে সাতবার ‍মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে পাঁচটতে। আর আইরিশরা জিতেছে দু’টিতে।

শুক্রবারের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে আমাদের বোলাররা ভাল করছে। যদি আমাদের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারে তাহলে আমরা এই মাঠে ভাল স্কোর করতে পারব। সবসময় আমাদের শক্তির জায়গা হচ্ছে বোলিং।

আয়ারল্যান্ড দলের গ্যারি উইলসন বলেছেন, এই প্রথমবারের মত আমাদের দেয়ালে পিঠ ঠেঁকেনি। এর আগেও আমরা পেছনে পড়ে আবার উপরে উপরে উঠে এসেছি।

বাংলাদেশ দলের সাকিব আল হাসান আর ২১ রান করলে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মালিক হবেন। আর তামিম ইকবাল ৫৮ রান করলে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।


শেয়ার করুন