ঝিলংজা ও পিএমখালী ইউপি নির্বাচনে কে কত ভোট পেল

sed333সিটিএন ডেস্ক :

ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টিপু সোলতান (নৌকা) প্রতীক নিয়ে ৭১২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি (জামায়াত) স্বতন্ত্র মাও: মোস্তাফিজুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৪৯৪৩ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন জিকু (ধানের শীষ) প্রতীক নিয়ে ৩৮৫৩ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে মোট ভোট সংখ্যা- ২১৩২১, ভোট প্রদান করা হয় ১৬২২০, বাতিল করা হয় ২৯৭ ভোট। প্রদত্ত ভোটের হার- ৭৬.৩৮%।

ঝিলংজার কেন্দ্র ওয়ারী ফলাফল : ঝিরঝিরি পাড়া কেন্দ্রে: ধানের শীষ- ৪৭৯ ভোট, নৌকা- ৬০১, আনারস- ৩৭, লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: ধানের শীষ- ২১৩ ভোট, নৌকা- ৬৩৩ ভোট ও আনারস- ৬৭৫ ভোট। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: ধানের শীষ- ১৪১৫ ভোট, নৌকা- ৪০৮, আনারস- ৪০৫ ভোট। ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে: ধানের শীষ- ৩৮৪ ভোট, নৌকা- ৩০২ ভোট, আনারস- ৪৭৩ ভোট। মুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: ধানের শীষ- ৮২৫ ভোট, নৌকা- ৬১১ ভোট, আনারস- ৮৮৬ ভোট। চাঁন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: ধানের শীষ- ১৬৬ ভোট, নৌকা- ৪০২ ভোট, আনারস- ২৯৩ ভোট। ছুরুতিয়া মাদ্রাসা কেন্দ্রে: ধানের শীষ- ৪১ ভোট, নৌকা- ১৬২৮ ভোট, আনারস- ৩৮৪ ভোট। ফজলিয়া কেন্দ্রে: ধানের শীষ- ৩২ ভোট, নৌকা- ৫১২ ভোট, আনারস- ৫২০ ভোট। দক্ষিণ খরুলিয়া কেন্দ্রে: ধানের শীষ- ১৪৮ ভোট, নৌকা- ১১২৭ ভোট, আনারস- ৭৯৮ ভোট। পূর্ব খরুলিয়া কেন্দ্রে: ধানের শীষ- ৩১৭ ভোট, নৌকা- ৯১৩ ভোট, আনারস- ৪৭০ ভোট।

পি.এম খালী ইউনিয়ন :
পিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত মাস্টার আব্দুর রহিম (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ৫০১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ছৈয়দ নূর (ধানের শীষ) ৪৭৪১ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে শহিদুল্লাহ (আনারস) প্রতীক নিয়ে ৩০০৮ ভোট, আওয়ামীলীগের নাজিম উদ্দিন বাবুল (নৌকা) প্রতীক নিয়ে ১৬৬৩ ভোট, মোহাম্মদ রহমত উল্লাহ (টেলিফোন) প্রতীক নিয়ে ৩২৭ ভোট, দেলোয়ার হোছন জনি (রজনীগন্ধা) প্রতীক নিয়ে ১৮৫ ভোট, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল্লাহ (হাতপাখা) প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে ২০ হাজার ৩২৮ ভোটের মধ্যে ১৫ হাজার ৭৮২ ভোট প্রদান করে। এর মধ্যে ৪২৫টি ভোট বাতিল হয়ে যায়। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৭.৬৪।

কেন্দ্র ওয়ারী ফলাফল : ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: নৌকা- ১৩৮ ভোট, মোটর সাইকেল- ৫৫৭ ভোট, আনারস- ৭১ ভোট, ধানের শীষ- ৪৭১ ভোট। মাদইল্লাপাড়া মাদ্রসা কেন্দ্রে: নৌকা- ৮৬ ভোট, মোটর সাইকেল- ৪৭৯ ভোট, আনারস- ২৯ ভোট, ধানের শীষ- ৭৯৪ ভোট। তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে: নৌকা- ৯৯৪ ভোট, মোটর সাইকেল- ১২৯ ভোট, আনারস- ৩৯ ভোট, ধানের শীষ- ৪১১ ভোট। পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে: নৌকা- ১০৭ ভোট, মোটর সাইকেল- ১০৮৪ ভোট, আনারস- ৫৩ ভোট, ধানের শীষ- ৯২৮ ভোট, বাংলাবাজার কেজি স্কুল কেন্দ্রে: নৌকা- ২০ ভোট, মোটর সাইকেল- ৬৬৮ ভোট, আনারস- ৪১ ভোট, ধানের শীষ- ৮৭৬ ভোট। পশ্চিম ডিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা- ১৭ ভোট, মোটর সাইকেল- ৩৩০ ভোট, আনারস- ৬১ ভোট, ধানের শীষ- ৩৪৮ ভোট। ডিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা- ১২৩ ভোট, মোটর সাইকেল- ৬৪২ ভোট, আনারস- ২৫৯ ভোট, ধানের শীষ- ৩৬১ ভোট। মোহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা- ৩৪ ভোট, মোটর সাইকেল- ৬৫ ভোট, আনারস- ১০৮৪ ভোট, ধানের শীষ- ৪৯ ভোট। ধাউনখালী সিসি টিভি সাইক্লোন সেন্টার: নৌকা- ৬৮ ভোট, মোটর সাইকেল- ৪৭২ ভোট, আনারস- ২৫৬ ভোট, ধানের শীষ- ২০৯ ভোট। পিএমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়: নৌকা- ৭৬ ভোট, মোটর সাইকেল- ৫৮৮ ভোট, আনারস- ১১১৫ ভোট, ধানের শীষ- ২৯৪ ভোট পেয়েছেন। আগামীকাল সদরের খুরুশকুল ও ভারুয়াখালী ইউনিয়নের কেন্দ্র ওয়ারী ফলাফল প্রকাশ করা হবে।


শেয়ার করুন