জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হলেন রাম মোহন সেন

indexপ্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হলেন কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। গত ৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক প্রজ্ঞাপনে রাম মোহন সেনকে জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করতে বলা হয়। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক রাম মোহন সেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেন। ৭ এপ্রিল সদ্য বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে রাম মোহন সেনের কাছে দায়িত্ব অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন, কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক মোক্তার আহমদসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রাম মোহন সেন সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে রাম মোহন সেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদ। এক বিবৃতিতে, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগদান করায় জেলা শিক্ষা অফিসারের পদটি শূণ্য হয়।


শেয়ার করুন