জেলা যুব জোটের কার্যালয় দখলে ষড়যন্ত্রকারীদের যে কোন মূল্যে প্রতিহত করা হবে—-যুবজোট

7সংবাদ বিজ্ঞপ্তি ৥

জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এর শহরের লালদীঘির দক্ষিণ পাড়স্থ কক্সবাজার জেলা কার্যালয় দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিশেষ মহল। এই সব চক্রান্তকারীদের যে কোন মূল্যে প্রতিহত করার হুশিয়ারী দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় বক্তরা এ কথা বলেন। জেলা যুব জোট এর সভাপতি রমজান আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক মীর মোশাররফ হোসেন, সহ সম্পাদক রফিক সিরাজী, হোসাইন শরীফ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তৈয়ব, আসাদুল হক, একরামুল হক, মোঃ জাবেদ, প্রদীপ দাশ, মোঃ মোস্তাক, মোঃ রাসেদ উদ্দিন, নুরুল আবছার, পিয়তোষ বিশ্বাস, রেজাউল করিম, বোরহান উদ্দিন প্রমুখ।
সভায় বক্তরা আরো বলেন- লালদীঘির দক্ষিণ পাড়স্থ জেলা আওয়ামীলী ও জেলা জাসদ এর মধ্যবর্তী স্থানটিকে জাতীয় যুব জোট, কক্সবাজার জেলা কার্যালয় হিসাবে বিএনপি-জামায়াত জোট বিরোধী প্রগতিশীল আন্দোলন সংগ্রাম বিগত ২০০৫ সাল থেকেই পরিচালনা করে আসছে। বক্তরা আরো বলেন- গত ২০১২সালের ১১ সেপ্টেম্বর ওই বিশেষ মহলটি অজ্ঞাতনামা সন্ত্রাসী ও ভূমিদস্যূ দখলবাজ লোকজন অনুরূপভাবে জেলা যুব জোট কার্যালয় দখলের পাঁয়তারা করেছিল। সে সময় সন্ত্রাসীরা অফিস গৃহের তালা ভেঙ্গে অফিসে রক্ষিত আসবাবপত্র মালামাল নিয়ে গিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি করেছিল। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দখলবাজ চক্র ব্যর্থ হন।
জাসদ কেন্দ্রীয় সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পরামর্শক্রমে এ ঘটনায় জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও জেলা যুব জোট সভাপতি রমজান আলী সিকদার বাদী হয়ে ওই দিনই কক্সবাজার সদর মডেল থানায় একখানা অভিযোগ (যার নং- এইচডি- ৩৬৯৬) দায়ের করেন। দীর্ঘ দুই বছর পর একই মহল জাতীয় যুব জোট, কক্সবাজার জেলা কার্যালয়টি দখলের জন্য মাথাচারা দিয়ে উঠার ঘটনা নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।


শেয়ার করুন