জেলা পরিষদ প্রশাসকের উপর হামলা ঘটনায় মামলা: আটক ১০

নিজস্ব প্রতিবেদক, সিটিএন:
জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাদি গতকাল কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা ২২ জনকে আসামী করা হয়েছে। এ হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় কক্সবাজার সদর ও উখিয়া থেকে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত ফজল আহমদের পুত্র নুরুল হক (৪৯), একই এলাকার হাজী ফরিদুল আলমের পুত্র শাহাব উদ্দীন, মিয়াজির পাড়ার এলাকার এরশাদুর রহমানের পুত্র মো মিজান, ঈদগাঁও পূর্ব ইছাখালীর আবদুল হাকিমের পুত্র মোঃ শাহাজাহান, উখিয়া উপজেলা সিকদারবিল এলাকা মৃত সুলতান আহমদের পুত্র আবদুল মজিদ (২৪), একই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র আব্দুল আলম (২৪), একই উপজেলার দক্ষিণ পুকুরিয়া এলাকার ফরিদ আলমের পুত্র সাইফুল ইসলাম (২১), খুরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র শরিয়ত উল্লাহ (২৮), চট্টগ্রাম কোতোয়ালী বড় হাতিয়ার এলাকার হারুনুর রশিদের পুত্র মোঃ ফয়সাল, চন্দনাইশ উল্লাপাড়ার মৃত মোঃ শফির পুত্র মোক্তার আহমদ (১৯)।
মামলা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ঘটনার থেকে মঙ্গলবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম বলেন, ‘জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরীর গাড়ি বহরে হামলায় জড়িতদের গ্রেফতারে অব্যাহত অভিযান চলছে।’

 

 


শেয়ার করুন