জেলা ক্রীড়া সংস্থার নতুন ভবন এখন ‘বিয়ের ক্লাব’!

বাল্য-বিয়েসংবাদদাতা:
জেলা ক্রীড়া সংস্থা একের পর এক বির্তকের মুখে পড়ছে। গেল রমজানে ইফতার মাহফিলের নামে লাখ টাকা লুটপাটের খবর সংবাদপত্রে আসতে না আসতেই আরেক বির্তকে জড়াল। তা হল নতুন ভবনে বিয়ের আসর আয়োজন নিয়ে।
জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার নব নির্মিত ভবনের ২য় তলায় শনিবার ১ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্রীড়া সংস্থার কয়েকজন অসাধু কর্মকর্তা মোটা অংকের টাকা নিয়ে বিয়ের আয়োজনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন। বিনিময়ে তারা বিয়ের ক্লাব হিসেবে ভাড়ার দেয়ার পাশাপাশি তাদের আত্মীয় স্বজনদের একবেলা খাইয়েছেন।
ক্রীড়া সংগঠক, অনেক খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন কয়েকজন অতি উৎসাহি সদস্য ক্রীড়া সংস্থাকে তাদের বাপ-দাদার পৈত্তিক সম্পক্তির মতো ব্যবহার করছেন। তারাই একেকটি বির্তক সৃষ্টি করছেন। সরকারি একটি ভবনে বিয়ের আয়োজন নিসন্দেহে অসৎ কাজ ছাড়া কিছুই নয়। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থা সভাপতি জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সুশিল সমাজ ও ক্রীড়া সংগঠকরা।


শেয়ার করুন