মহেশখালী পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে

জেলা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে গণসংবর্ধনা

6এম. বশির উল্লাহ, মহেশখালী

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মহেশখালী পৌর আওয়ামীলীগের বিশাল গণসংবর্ধনা। মহেশখালী পৌরসভার প্রথম প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান বিএ’র সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এম. রফিকুল ইসলাম, আবু ছিদ্দিক, প্রনব কুমার দে’র সঞ্চালনায় গতকাল (১৫ই মার্চ) বিকাল ৪ টায় পৌর এলাকার ঐতিহ্যবাহী বাবুর দিঘীর পাড়ে মহেশখালী পৌর আওয়ামীলীগের আয়োজনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধানা সভায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও মহেশখালীর কৃতি সন্তান এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুকুল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, মহেশখালী পৌরসভার সফল মেয়র, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল ধর, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ডাঃ নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক এডভোকেট আবু তালেব, বৃহত্তর গোরকঘাটার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শামশুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক নির্মল চক্রবর্তী, বড় মহেশখালী ইউপি চেয়ারম্যান শরীফ বাদশা। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মংলায়েন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রনব কুমার দে, ডাঃ রতন দে, প্রনব দে ঈদুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সনজিত চক্রবর্তী, হাসান সরওয়ার কাজল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এম. রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছৈয়দুল ইসলাম, খাইর হোসেন, এম. ছালামত উল্লাহ, মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা, প্রার্থী কনা শর্মা, মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, ডাঃ দিলীপ শর্মা, মংরিফ্রু, অংছে মং, চেনথে, মোঃ ইসলাম, দিপক পাল, লিটন দে, খোকন দাশ, জাফর আলম জাবের, মুছা কলিমুল্লাহ, শামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক হালিমুর রশিদ, পৌর ছাত্রলীগের শাহাব উদ্দিন, মহি উদ্দিন, শাহাবুদ্দিন হিরু, মোঃ ফয়সাল, মোবারক, যুবলীগ নেতা মোঃ মানিক সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মকছুদ মিয়াকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০শে মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরসভার উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদেরকে বরণ করে নিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে সংবর্ধনা সভায়। এতে সংখ্যালঘূ সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


শেয়ার করুন