জেলার বিভিন্নস্থানে পিকেটিং ও মিছিল

বার্তা পরিবেশক:
২০ দলীয় জোট আহুত অনির্দিষ্টকালের অবরোধে ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিনে জেলার বিভিন্নস্থানে হরতালের সমর্থনে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির।
চকরিয়া: ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয়দিনে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ষ্টেশনে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলে পুলিশ ধাওয়া দিলে ৫জন আহত হয় এবং পুলিশ ১ শিবিরকর্মীকে আটক করে। মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া হরতালের সমর্থনে চকরিয়া উপজেলার বানিয়াছরা, ডুলহাজারা ও খুটাখালীসহ বিভিন্নস্থানে পিকেটিং করে জামায়াত-শিবির।
মহেশখালী: উপজেলার হোয়ানক বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি আবদুর রহিম, সেক্রেটারি আলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পেকুয়া: উপজেলার টৈটং, পেকুয়া সদর ও বাগগুজারায় হরতালের সমর্থনে পিকেটিং করে জামায়াত-শিবির।
উখিয়া: হরতালের সমর্থনে উপজেলার হিজলিয়া, মরিচ্যা ও কোটবাজার ষ্টেশনে পিকেটিং করে জামায়াত-শিরিব। এসময় স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রামু: উপজেলার চা-বাগান ও কলেজ গেইট ষ্টেশনে হরতালের সমর্থনে পিকেটিং করে জামায়াত-শিবির। এসময় শিবিরনেতা মনজুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদগাঁও: ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে ঈদগাঁওর নাপিতখালী ও মেহেরঘোনায় পিকেটিং করে জামায়াত-শিবির। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন