জুমার দিনে এক আমলে ৮০ বছরের গুনাহ মাফ

Jumma20150807104903-400x208মানুষ কুপ্রবৃত্তির তাড়নায় নানা গুনাহ করে থাকে। সে গুনাহ মাফের নানা পদ্ধতি ও আমলের কথাও বলা হয়েছে কোরআন হাদিসে। এ সকল আমলের নির্দিষ্ট দিন ও সময়ের সঙ্গে সম্পৃক্ত। হাদিসের জুমার দিনের ফযিলতের মধ্যে গুরুত্বপূর্ন একটি আমল রয়েছে । যা অনেক সহীহ হাদিসে বর্ণিত হয়েছে।
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দুরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দুরুদটি হলÑ
‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিইয়্যি, ওয়ালা আলি ওয়া সাল্লিাম তাসলিমা’ অর্থ : হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী (যাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়নি) মুহাম্মদ সা. এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।


শেয়ার করুন