জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’

জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ ও ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে বৃক্ষ রোপণ অভিযান, কৃষি প্রযুক্তি ও বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে র‌্যালী শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়।
বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আ.ক.ম শাহরীয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বিভাগীয় বনকর্মকর্তা কেরামত আলী মল্লিক, মো: আলী কবির, জেলা মহিলা আওয়ামীলীগৈর সভাপতি কানিজ ফাতেমাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত এই মেলায় ২৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল স্থান পায়।


শেয়ার করুন