পৌর ৫ ও ৬নং ওয়ার্ডের সংবর্ধনায় জেলা ছাত্রদল সভাপতি রাসেল

জিয়ার সৈনিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও হয়েছিল, বর্তমানেও চলছে

indexবার্তা পরিবেশক

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়া কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল বলেছেন, ‘রাজনীতি করতে গেলেই ষড়যন্ত্র হবে। অতীতে বড় বড় নেতারাও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, আজকের তারেক রহমান থেকে শুরু করে আমাদেরই নেতা সালাহউদ্দিন আহমদসহ কেউ রাজনৈতিক ষড়যন্ত্র থেকে বাদ পড়েননি। আমার বেলায়ও তার ব্যতিক্রম হচ্ছে না। আমার বিরুদ্ধেও অনেক আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এখনও চলছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনও অব্যাহত আছে।’
তিনি বলেন, ‘রাজনীতির এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমি আজ এতদূর এসেছি। আগামি দিনে এই ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাবো, ইনশা আল্লাহ।’
তিনি বুধবার তাঁকে দেয়া সংবর্ধনায় নিজের বক্তব্যে এসব কথা বলেন।
hhছাত্রদলের কক্সবাজার পৌর শাখার অধীন ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী ইউনিট ও ৫নং ওয়ার্ডের রুমালিয়ারছড়া আলিরজাহাল ইউনিট এই সংবর্ধনার আয়োজন করে।
শহরের আলিরজাহাল এলাকায় আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন সাহিত্যিকা পল্লী ইউনিটের সভাপতি বেদারুল ইসলাম।
এই সংবর্ধনায় কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় রাশেদুল হক রাসেলকে ফুলেল অভিবাদন জানানো হয়। ছাত্রদলের ইউনিট নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
রাশেদুল হক রাসেল বলেন, ‘কোন তদবির ছাড়াই কেন্দ্রীয় কমিটিতে আপনাদের সভাপতিকে স্থান দেয়া হয়েছে। এই সফলতার দাবিদার আমি নই, আমার ওয়ার্ড ও ইউনিটের প্রত্যেক নেতা-কর্মীরই সফলতা।’
তিনি বলেন, ‘কক্সবাজার জেলার সকল শাখা, ইউনিট কমিটির নেতা-কর্মীদের নিয়ে হাসিনা সরকার বিরোধী সকল আন্দোলন ও সালাহউদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার পর টানা ৭২ দিন জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচি অন্য জেলার কর্মসূচির চেয়ে ভিন্নতা ও তীব্রতা ছিল বলেই কেন্দ্রীয় কমিটি কক্সবাজারকে মূল্যায়ন করেছে।’
তিনি আশা করেন, কক্সবাজার জেলা থেকেই ছাত্রদলের নব নব কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রদলের আন্দোলন আরও এগিয়ে যাবে।
এই সংবর্ধনায় বক্তব্য রাখেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিমুর রহমান ফাহিম, যুগ্ম আহবায়ক কানন বড়–য়া, আশরাফ ইমরান, আল আমিন ও আহমদ ছফা, সিটি কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম, ইমরান হোসেন, মোহাম্মদ শাহজাহান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহবায়ক এইচ এম রায়হান উদ্দিন, একরামুল হক, মহিউদ্দিন, রিজভী খান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মার্শাল, সালমান সিদ্দিকী, নুরুল ইসলাম, মোবারক হোসেন, মোহাম্মদ ফরিদ, রামি, মোহাম্মদ রায়হান, তাহসিন প্রমূখ।


শেয়ার করুন