জিম্বাবুয়েকে হারিয়ে দিল প্রমীলারা

DSC05601 copyলোকমান হাকিম:
আয়েশা রহমান ও ফারজানা হকের ব্যাটিং নৈপুন্য ও বোলার রুমানা আহমেদের বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে জিতে এগিয়ে গেল বাংলাদেশের প্রমীলা ক্রিকেটারেরা।
মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের অধিনায়ক চিপু মাগারি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন। স্বাগতিকদের নতুন অধিনায়ক জাহানারা আলমের অনুপ্রেরণায় ব্যাটিংয়ে নামেন আয়েশা রহমান ও শারমিন আকতার। অধিনায়কের অনুপ্রেরণা ব্যাটেই বুঝিয়ে দিলেন দুই প্রমীলা। খেলেছেন দৃষ্টিনন্দন ক্রিকেট।
ওপেনিং বোলার নোমেটার মুটাসার প্রথম ওভারের দ্বিতীয় বলেই চার মেরে রানের খাতা খুলেন ওপেনার আয়েশা রহমান। এরপর ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরেন শারমিন আকতারও। দু’জনই গড়ে তুলেন ১৩ ওভার ৪ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি। দলীয় ৭৬ রানে ওপেনার শারমনি আকতার আউট হওয়ার আগেই খেলেছেন ৪৫ বলে ৩ বাউন্ডারীর সাহায্যে ৩৫ রানের ঝকঝকে ইনিংস।
শারমনি আউট হলেও আরেক ওপেনার আয়েশা রহমান গড়ে তোলেন ম্যাচের প্রতিরোধ। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা হিটার ব্যাটসম্যান ফারজানা হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬ ওভার ১ বলে গড়ে তোলেন ৪৯ রানের জুটি।
চিপু মাগারির বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের টি-টোয়েন্টি অর্ধশত হাঁকিয়েছেন ওপেনার আয়েশা রহমান। তার ৫০ রানের ইনিংসটি ছিল ৫৪ বলে সাজানো। বাউন্ডারি মেরেছেন ৪টি। চিপু মাগারির পরের বলে আয়েশা রান আউট হওয়ার আগেই দলীয় স্কোর দাঁড়ায় ১২৫ রান।
তবে ফারজানা ব্যাট চালিয়েছেন অনেকটা আগ্রাসী স্টাইলে। খেলেছেন ২১ বলে ৪ বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস। এই তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় স্বাগতিক প্রমীলাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৫ রান। ফলে জিম্বাবুয়ের টার্গেট হয় ১২৬ রান।
১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ের দুই ওপেনার চিপু মাগারি ও এমলিলো, দলীয় ১৬ রানের মাথায় প্রথম আঘাত আনেন স্বাগতিক পেসার রুমানা আহমেদ। উইকেট কিপার নার্গিস সুলতানার হাতে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ার আগেই খেলেছেন মাত্র ১৪ বলে ৩ রান। এরপর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি আরেক ওপেনার এমলিলো। ৩ বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৯ রান করা এই ব্যাটসম্যান রুমানা আহমেদের বলে সালমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনিও।
এরপর কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা শার্ন মেয়ার্স। খেলেছেন ৪১ বলে ২৯ রানের ইনিংস। তার ইনিংসটি সাজিয়েছেন ৩ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে।
দলীয় ৬৯ রানে সালমা খাতুনের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে আউট হন তিনি। ফলে তিন অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি কোন ব্যাটসম্যান। নিয়মিত উইকেট পড়তে থাকতে আর কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
রুমানা-সালমাদের বোলিং তোপে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯০ গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ফলে বাংলাদেশের প্রমীলা ৩৫ রানের জয় তুলে নেন।
স্বাগতিকদের হয়ে ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার রুমানা আহমেদ। এছাড়া সালমা খাতুন ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট, পান্না ঘোষ ও শায়লা শারমিন দু’জন ১ উইকেট করে নিয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্যাটসম্যান আয়েশা রহমান। আগামী বৃহ¯পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে একই মাঠে।
বাংলাদেশ মহিলা স্কোয়াড: সালমা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক),লতা মন্ডল, নার্গিস সুলতানা (উইকেট রক্ষক), রিতু মনি, শামিমা সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রুমানা আহমেদ, শারমিন আকতার ও শারমিন সুলতানা।
জিম্বাবুয়ে মহিলা স্কোয়াড: চিপু মাগারি (অধিনায়ক), প্রেসিয়াস মেরেঞ্জ (সহ-অধিনায়ক) ক্রিস্টাবেল চাটনজওয়া, শেন মেয়ার্স, এমলিলো, মডেস্টার মুপাচিকাওয়া (উইকেট রক্ষক), নোমেটার মুটাসা, ননহ্লানহা নিয়াথি (উইকেট রক্ষক), টাসমিন গ্রান্জার, অডরি মাযভিশায়া, পেলাগিয়া মুজাজি, মেরি-অ্যান মুসোন্দা, জুসেপিন এনকুমু ও লরেন টিসুমা।


শেয়ার করুন