জাপানে আবারও বার্ড ফ্লু

chinas-bird-flu-problem-is-getting-worseসিটিএন ডেস্ক:

জাপানে আবার  নতুন করে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি নিধন করা হয়েছে এক লাখ ১২ হাজার মুরগী। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত তিন বছরে দেশটিতে এবারই প্রথম বার্ড ফ্লু প্রকোপ দেখা দিয়েছে।  তিনি এও জানান, এটি দ্রুত নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে কর্তৃপক্ষ। এর আগে গত রোববার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে একটি মুরগী খামারে ৫৬ হাজার মুরগী নিধন করে। শনিবার হঠাৎ করে অনেক মুরগী মারা যাওয়ায় মালিকরা খবর দেয়ার পর সেখানে মুরগীর ডিএনএ পরীক্ষায় ভাইরাস এইচ৫ সংক্রমণ নিশ্চিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বলেন, সোমবার রাতেই বার্ড ফ্লু আক্রান্ত মুরগী নিধনের কাজ শেষ হয়েছে এবং অন্য এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাজ চলছে। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন কোনো এলাকায় বার্ড ফ্লু আক্রান্তের খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন