জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর

nnnnnnnnnnnnnnnnnnপ্রেস বিজ্ঞপ্তি ॥

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর। কক্সবাজারের যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিলের সভাপতিত্বে শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে ২০ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও পাক্ষিক মেহেদীর প্রধান সম্পাদক মোঃ জসিম উদ্দীন কিশোর।

প্রস্তুতি সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‌্যালী ও পথসভা। র‌্যালী ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ ও কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শাহ-ই-আলম। আগামী কাল ২২ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাব থেকে র‌্যালীটি বের হয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হবে। এবারের স্লোগান “চালক-মালিক যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দূর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই”

প্রস্তুতি সভায় সংগঠনের সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক দুলাল দাশ, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক মোঃ জুনাইদ, মোহাম্মদ রফিকুল হক, নুরুল হক (নুরু), অর্থ সম্পাদক এস এম ছুরত আলম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল কবির, প্রচার সম্পাদক ফজল কাদের নূরী, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সদস্য এম আর মাহমুদ, মোঃ ইসহাক, ফরিদুল আলম, ছৈয়দ হাসান, সংগীত শিল্পী তালেব মাহমুদ, মোঃ ইসমাইল, রেজাউল করিম, মোঃ সাইদুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


শেয়ার করুন