জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা

প্রেস বিজ্ঞপ্তি :

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরবোজ্জ্বল ভুমিকা পালন করে আসছে। সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদেশের শোষিত ও বঞ্চিত ছাত্র-জনতার আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্বে আসীন হবে।দেশবিরোধি ষড়যন্ত্র সহ সকল অপশাসনের বিরুদ্ধে ছাত্রদলের সংগ্রাম অব্যাহত থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে কক্সবাজার জেলা ছাত্রদলের প্রতিনিধি সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় প্রাংগণে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়ন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুল আলম এর সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কেএসএম মুসাব্বির শাফি, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, বিশেষ অথিতি ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয় ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির।

সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারুক আজম, কানন বড়–য়া বিশাল, ফয়সাল মোশারফ ফয়েজ, শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি রাশেদুল করিম রাশেদ, কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, কক্সবাজার শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, মহেশখালী উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ, সিনিয়র সহ-সভাপতি সাইফ রিয়াজ, এরফানুল ইসলাম, রামু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান লুতু, সহ-সভাপতি রামু উপজেলা মোঃ হাসান, আবদুল্লাহ খান, ইমরুল হাসান আরফাত, ছানা উল্লাহ সেলিম, মোস্তফা কামাল রিফাত, খোরশেদ আলম, মহিউদ্দিন সিকদার, আলী হোসেন, অরুপ শর্মা অরুপ, জানে আলম জানিব, সাদ্দাম হোসাইন, নাছির উদ্দিন পিন্টু, সৈয়দ শাহ মোস্তফা, রবি আল মাহমুদ, মিনহাজ উদ্দিন, কফিল উদ্দিন, আবু কায়সার ওসমান, শহিদুল ইসলাম, সিরাজ, ওসমান গণি, রহিম উল্লাহ খান রানা, এজাহার আলম রাব্বি, ইসরাফিল হুদা জয়, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, আবদুল কাদের, সাইফুল ইসলাম, মোঃ রশিদ, মোঃ রফিক, আজাদ বিন গিয়াস, এখলাছ, ইব্রাহিম খলিল, মোঃ হোসাইন, হাফিজ আল আসাদ, শওকত ওসমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দলীয় শৃংখলা সংগঠনের অলংকার। সংগঠনের নিয়ম নীতি মেনে চলা প্রতিটি নেতাকর্মীর কর্তব্য। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করণে দলীয় আচরনবিধি মেনে চলা অত্যাবশক।

কক্সবাজার জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভার ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার জেলা ছাত্রদল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট। সাংগঠনিক শক্তি, ঐক্যবদ্ধতায় জেলা ছাত্রদল তাদের গৌরব ও সুনাম অব্যাহত রাখার প্রয়াসে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সহ বর্তমান অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।


শেয়ার করুন