জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বীর শহীদদের

161-400x239সিটিএন ডেস্ক:

বিজয়ের ৪৪তম বার্ষিকী উদযাপন করছে সারা দেশ। সেই সঙ্গে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের। নয় মাস মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি। পাকিস্তানি হানাদার মুক্ত হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
রাত ১২টা থেকেই শুরু হয়েছে বিজয় উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আতশবাজি পুড়িয়ে উৎসবে মাতে হাজারো জনতা। ওড়ানো হয় বিজয় ফানুস। এ উপলক্ষ্যে নগরীর বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ ও ভবন সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এরপরেই স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। বিজয় দিবস উপলক্ষে আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.


শেয়ার করুন