জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ঢাকায়

download5সিটিএন ডেস্ক:

জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ দূত পিটার সাদারল্যান্ড ঢাকা এসেছেন। ৩ দিনের সফরে গতকাল মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। ঢাকায় এ বছর বৈশ্বিক অভিবাসন বিষয়ক শীর্ষ সম্মেলন জিএফএমডি’র আয়োজন করতে যাচ্ছে। বছরের সমাপনীতে সেই অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশের অর্ধশত মন্ত্রী এবং শতাধিক রাষ্ট্রের প্রতিনিধি যোগ দেওয়ার কথা রয়েছে। ওই আয়োজনের আগে বছরব্যাপী এর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এ নিয়ে আলোচনা করতে জাতিসংঘ মহাসচিবের ওই প্রতিনিধি ঢাকা আসছেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের ওই প্রতিনিধি এখানে ব্যস্ত সময় কাটাবেন। তার সঙ্গে আরও চারজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকা আসছেন। তারা সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলবেন। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠিক বিভিন্ন আয়োজনে যোগ দেবেন জাতিসংঘ দূত। আগামী ২১ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করবেন তিনি।


শেয়ার করুন