জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ থেকে:

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শণ করেছেন। ১০ জুলাই সোমবার দুপুরে তিনি ক্যাম্পে পৌঁছে একটি কমিউনিটি সেন্টারে সংশ্লিষ্ট রোহিঙ্গা প্রতিনিধিদেও সাথে মিলিত হন। এ সময় কুতুপালং শরনার্থী ক্যাম্পের নেতা মোঃ ইমরান ও টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের নেতা মোঃ জুবায়েরসহ যুব ও ছাত্র প্রতিনিধিরাও তাদের সমস্যা নিয়ে কথা বলেন। বৈঠকে শরনার্থী , ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (ভারপ্রাপ্ত) উপ-সচিব ফজলুল করিম চৌধুরীসহ ইউএনএইচসিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে গত রবিবার সন্ধ্যায় সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি মিয়ানমারের বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয়দানের মাধ্যমে ত্যাগ স্বীকারের জন্য ফিলিপ্পো গ্র্যান্ডি বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের সভাপতি মোঃ জুবায়ের।


শেয়ার করুন