জমি পেলে ট্যানারি সরাবেন মালিকরা

Tenari

সিটিএন ডেস্ক : হাজারীবাগ থেকে ট্যানারি সাভার শিল্প নগরীতে সরাতে শিল্প মালিকদের ৭ দিন সময় বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরানো হয়নি হাজারীবাগের ট্যানারি চামড়া। এমনকি ট্যানারি সরানোর ব্যাপারে মালিকদের কিছু দাবির বিষয়ও ইতোমধ্যে উঠে এসেছে।

তারেই অংশ হিসেবে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলছেন, ‘পোস্তা চামড়া মার্কেট স্থানান্তরে সাভারের শিল্প নগরীতে তাদের ২০ একর জমি চাই।’

সোমবার (১১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাজারীবাগ ট্যানারি শিল্প কারখানায় কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধকরণ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মো. দেলোয়ার হোসেন বলেন, ‘লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোডের পোস্তায় শত বছরের পুরাতন বাংলাদেশের বৃহত্তম কাঁচা চামড়া মার্কেট অবস্থিত। বর্তমান বাস্তবতায় পরিবেশের কথা বিবেচনায় নিয়ে এ মার্কেটটি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা দরকার। এজন্য এ মার্কেটের অনুকূলে ২০ একর জমি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘হাজারীবাগে চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞায় চামড়া সরবরাহ বন্ধ হতে চলেছে। এতে ঢাকাসহ সারাদেশে প্রতিদিন জবাই করা পশুর চামড়া হুমকির মুখে পড়েছে। অবিলম্বে সরবরাহ নিশ্চিত না হলে চামড়া নষ্ট হয়ে দেশের অর্থনীতি ও এ সেক্টরের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘ঢাকায় প্রতিদিন সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার এবং সারাদেশে ৩০ থেকে ৩৫ হাজার পশু জবাই করা হয়। এসব পশুর চামড়া বেশিরভাগই ঢাকায় আনা হয়। পোস্তার ব্যবসায়ীরা তৃণমূলের ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করে ট্যানারি মালিকদের দেয়।’

দেলোয়ার বলেন, ‘২৮ বার নোটিশ করার পরও হাজারীবাগের ট্যানারি কেন স্থানান্তর হয়নি তা আমরা জানিনা। এ বিষয়ে সরকার বরাবরই আমাদের আড়ালে রেখেছেন। ট্যানারি মালিকরা যদি ২৮ বার নোটিশ পেয়ে থাকেন তাহলে আমরাও তো ৮টি চিঠি পেতে পারতাম।’

দূষণমুক্ত পরিবেশ গড়তে সবার আন্তরিক সহযোগিতার বিকল্প নেই। সরকার, বিসিকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং ট্যানারি মালিকদের সমন্বিত উদ্যোগেই পরিবশেবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। এসময় সংগঠন দু’টির নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন