কক্সবাজারে

জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন ১০ জানুয়ারী

79d7409d-66e6-4d7c-973b-45c4ada5886dসিটিএন ডেস্ক

১০ জানুয়ারী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন সফল কারা আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা জমিয়াত নেতৃবৃন্দ। গতকাল কক্সবাজার জেলা জমিয়াতের এক সভায় এই আহবান জানানো হয়।

মাদরাসা শিক্ষকদের একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কক্সবাজার জেলা সম্মেলন উপলক্ষে কক্সবাজারের মাদরাসা শিক্ষক, আলেম-ওলামা ও পীর মশায়েখদের মাঝে ব্যাপক আগ্রহ দেখাগেছে। আগামী ১০ জানুয়ারী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জমিয়াতুল মোদার্রেছীনের কক্সবাজার জেলার এই সম্মেলন। সম্মেলন উদ্বোধন করবেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্ল্যাহ সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়াতের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ একে এম সায়েফ উল্লাহ ও প্রধান আলোচক থাকবেন জমিয়াতের মহাসচিব প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।
সম্মেলন সফল করার জন্য জমিয়াতের কক্সবাজার জেলা নেতৃবৃন্দ ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে ক্সবাজারের ৮ উপজেলার দু’শতাধিক মাদরাসার দুই হাজার শিক্ষক-কর্মচারীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতোমধ্যে ৮উপজেলায় জমিয়াতের কমিটি পূর্নগঠনের কাজ চলছে। সম্মেলনে জমিয়াতের কক্সবাজার জেলা কমিটি পূনর্গঠন করা হবে বলে জানাগেছে।
১০ জানুয়ারীর সম্মেলন সফল করার জন্য গতকাল কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা মুহিবুল্লাহ। বক্তব্য রাখেন জেলা জমিয়াতের সভাপতি প্রিন্সপ্যাল মাওলানা কামলা হোছাইন, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা জাফর উল্লাহ নূরী, প্রিন্সপ্যাল মাওলানা হেফাজত উল্লাহ নদভী, প্রিন্সিপ্যাল মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, প্রিন্সপ্যাল মাওলানা ওমর হামজা, জেলা জমিয়াতের সম্পাদক প্রভাষক মাওলানা ছলিমুল্লাহ, মাওলানা ছালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, দৈনিক ইনকিলাবের কক্সাবজার ব্যুরোচীফ শামসুল হক শারেক ও মাওলানা মনছুরুল হক আযাদ প্রমূখ।
বক্তারা বলেন বর্তমান সরকার মাদরাসা শিক্ষা ও মাদরসা শিক্ষকদের মান উন্নয়নে অন্তরিকতার সাথে ভূমিকা রেছেন। এজন্য বক্তারা প্রধানমন্ত্রি ও শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন