ছিনতাইকারীদের কবলে ইসলামপুরের চেয়ারম্যান, আটক ১

sintai_3_90831ইমাম খাইর:
এবার ছিনতাইকারীদের কবলে পড়লেন কক্সবাজার সদরের ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের।
৩০ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে টমটমে করে শহরের বাসার দিকে আসার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।
এ সময় তাকে অস্ত্র ঠেকিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, মোবাইল সেট ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।
একই ঘটনার শিকার হন আপন জামাতা শহরের রুমালিয়ারছরা এলাকার বাসিন্দা ডা. নুরুল আবছার।
ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫ হাজার ২শ টাকা নিয়ে গেছে।
তবে তাদের বহনকারী টমটম চালকের সহায়তায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে জানান মাস্টার আব্দুল কাদের।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই টমটমের চালক বেলাল হোসেনকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছেন তিনি।
আটক বেলাল রামুর গর্জনিয়ার বদরুজ্জামানের ছেলে। বর্তমানে সে শহরের সমিতিপাড়া এলাকার বাসিন্দা।
১ ডিসেম্বর তাকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা (নং-২) করেছেন মাস্টার আব্দুল কাদের। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের খোঁজে বের করছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ উপ-পরিদর্শক শাহজাহান।
তিনি বলেন, আটক টমটম চালক ঘটনায় জড়িত কয়েক জনের প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা করা যাচ্ছেনা। চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ দিকে এক সপ্তাহ আগেও বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের শিকার হন কক্সবাজার টাইমস ডট নে (সিটিএ)’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।
এ সময় ছিনতাইকারীরা একই কায়দায় তার কাছ থেকে ক্যামেরা, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় সাংবাদিক ইসলাম মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় এজাহার দায়ের করেছে।
পরে সাদ্দাম ও তারেক নামের দুই ছিনতাইকারী ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে জানিয়েছে এলাকাবাসী।
তাদের দাবী, ছিনতাইকারীরা সবাই চিহ্নিত। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হোক।


শেয়ার করুন