রামুতে ছাত্র সমাবেশে এমপি কমল

ছাত্রলীগকে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে

zzzনিজস্ব প্রতিবেদক, রামু
ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রগতিশীল আন্দোলনসহ যে কোন জাতীয় সংকটময় মূহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ছাত্রলীগ। বন্যাসহ যে কোন দূর্যোগে মানুষের সেবায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োজিত থাকতে হবে।
রোববার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রামু উপজেলার চৌমুহনী চত্বরে সরকারের সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ; এগিয়ে যাচ্ছে রামু-কক্সবাজার। দুই বছরের ব্যবধানে রামুবাসী পেয়েছে দেশের সর্ববৃহৎ সেনানিবাস। সেখানে ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল হয়েছে। আগামীতে কলেজ নির্মিত হবে।
সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, রামুুতেই হচ্ছে দেশের সব চেয়ে বড় এক লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আগামী ৩ বছর পর রামুতে দেশী-বিদেশী খেলোয়াড়রা খেলতে আসবেন। এখানে অর্থনৈতিক উন্নতি ঘটবে। শিক্ষা-চিকিৎসা-ক্রীড়া-সংস্কৃতি সবক্ষেত্রেই রম্য জনপদ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাশেদ আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নুরাল হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, খুনিয়া পালং যুবলীগের সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ।
রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাশেরকুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন কাউয়ারখোপ ছাত্রলীগের সভাপতি ছানা উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নোমান, গর্জনিয়া ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, রশিদ নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুছা কাকা, কচ্ছপিয়া ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক লবা কর্মকার, জোয়ারিয়ানালা ছাত্রলীগের সভাপতি মানিক, খুনিয়া পালং ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, দক্ষিণ মিঠাছড়ি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও রামু কলেজ ছাত্রলীগের মুবিনুল হক প্রমূখ।


শেয়ার করুন