চালু হলো দেশের সবচেয়ে উঁচু সড়কপথ

high road_0সিটিএন ডেস্ক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পরই খুলে দেয়া হয়েছে দেশের সবচেয়ে উঁচু থানছি-আলীকদম সড়কপথ। মঙ্গলবার সকালে ১১.২০ মিনিটের সময় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সঙ্গে কথা বলে সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বান্দরবানের থানছি-আলীকদম উপজেলা অভ্যন্তরীণ সড়কটি সমুদ্রপৃষ্ট হতে প্রায় ২৫শ ফুট উচু পাহাড়ের চূড়ার ওপর দিয়ে ১২০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সবচেয়ে উঁচু সড়কের উদ্বোধন করলাম। একদিন সড়কটি ভ্রমনে যাবো। দেশের মাটিতে পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ উঁচু সড়কের প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে দেখার সুযোগ মিস করা যাবে না।’ প্রধানমন্ত্রী আরও বলেন, পার্বত্যবাসীর যোগাযোগ এবং আত্মসামাজিক ভাগ্য উন্নয়নে সহায়ক হবে সড়কটি। পার্বত্যবাসীর শান্তির জন্য ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার পার্বত্যাঞ্চলের মানুষের পাশে ছিল এবং আজীবন থাকবে। চুক্তি সম্পাদনের সময়ও একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছিল। তারা আজও তৎপর রয়েছে।


শেয়ার করুন