চাকমারকুল ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে লুৎফুর রহমান কাজল

f2609d4e-04ad-449d-9128-f78734c2b5caপ্রেস বিজ্ঞপ্তি 

রামু উপজেলাধীন চাকমারকুল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান কাজল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশে বাঁকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশের সংকট উত্তরনে এবং দেশ গঠনে তাঁর বলিষ্ট নেতৃত্ব বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে ছিল। আওয়ামীলীগ সরকার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেললেও বাংলাদেশের মানুষের হুদয় থেকে বাংলার রাখাল রাজার নাম মুছে ফেলা যাবেনা। তিনি বলেন, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্ব ও গণতন্ত্রকে আওয়ামী বাকশালীরা খুন, গুম, অপহরণের মাধ্যমে শৃংখলিত করে ফেলেছে। এই অবস্থায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত সাহসী রাষ্ট্র নায়কের খুবই প্রয়োজন। শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটিয়ে একটি সুষ্ট ধারার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথকে সুগম করতে হবে। তিনি দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এই অবৈধ সরকার ইতিমধ্যেই স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করতে আইন প্রণয়ন করেছে। এসব নির্বাচনের ক্ষেত্রে সরকারের নিরপেক্ষ ভূমিকা থাকবে কী’না সবাই সন্দিহান? প্রশাসনের নিরপেক্ষতা এবং সরকারের হস্তক্ষেপ ছাড়া যদি সুষ্ট নির্বাচন হয়। কক্সবাজারের সকল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবে। আর এই জয় চিনিয়ে আনতে সরকারের রক্তচক্ষু ও মামলা-হামলার ভয় ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা। গতকাল বিকেল ৫ টায় চাকমারকুল ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী। সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা বিএনপি’র আহবায়ক এস.এম ফেরদাউস, বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব গোলাম মওলা চৌধুরী, যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম ভুট্রো, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মুফিদুল আলম, উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মোক্তার আহমদ মেম্বার, যুগ্ম-আহবায়ক ফোরকান আহমদ, ছৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কুর, সদস্য টিপু সুলতান চৌধুরী, মোস্তাক আহমদ মেম্বার, শাহ আলম কোম্পানী, শাহ্ নূর উদ্দিন বাবু, ফয়েজ উদ্দিন রাশেদ, বিএনপি নেতা ফয়সাল কাদের, নুরুল আমিন মেম্বার, ইউচুপ মেম্বার, মৌলভী ইলিয়াছ, মোহাম্মদ হাসান মেম্বার, শফিউল্লাহ্ মেম্বার, রামু উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব ছোটন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, যুবদল নেতা সাইফুদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির আলম, সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, চাকমারকুল ছাত্রদল সাধারণ সম্পাদক নবী হোসেন সহ বিএনপি. যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী সভাপতি, শাহ আলম কোম্পানী সিনিয়র সহ-সভাপতি, ফরিদুল আলম সাধারণ সম্পাদক, রফিকুল কাদের মার্শাল যুগ্ম-সম্পাদক ও মোস্তাক আহমদ মেম্বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।


শেয়ার করুন