চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নদী পরিব্রাজক দল

333333রবি হোসাইন

ভালবাসা যখন নদীর জন্যে সেটা আর এক বৃত্তে আটকে থাকার সুযোগ নেই। সেটা নদীর মতোই ছড়িয়ে পড়ে এ প্রান্ত থেকে ওই প্রান্তে। নদীর প্রতি ভালবাসা থেকেই একজন মনির হোসেনের হাত ধরে পথচলা শুরু করেছিল নদী পরিব্রাজক দল। যে স্বপ্নের জন্যে শুরু করা সেই স্বপ্নের সাথে মিলে গেছে আরো অনেক তরুণ্যের স্বপ্ন।

সম্প্রতি কর্ণফুলী নদীর শহর চট্টগ্রামে গঠিত হলো বাংলাদেশ নদী পরিব্রাজক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন কিছু করতে চান।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল চবি শাখার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের তরুণদের নিয়ে অনেকেই বলেন আজকের তারুণ্য বিপথে গেছে। কিন্তু আমি বলব এখনো সম্ভাবনা জেগে আছে দরকার শুধু প্লাটফর্মের। সেটি খুঁজে পেলেই দেখা যাবে তারুণ্য তার নিজের ঠিকানা খুঁজে পাবে।’

নদী রক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সচেতনতার জায়গাটায় যে অবক্ষয় ঘটেছে সেটিই মূলত নদীর প্রতি উদাসীনতার প্রধান কারণ।আমরা চাইলেই মৃত নদীকে জীবিত করতে পারি না কিন্তু মুমূর্ষু নদীগুলোকে বাঁচাতে পারি।’

বাংলাদেশ নদী পরিব্রাজক দল চবি শাখা ২০১৬ বর্ষের কার্য নির্বাহী কমিটিতে আছেন ফরহাদ হোসেন সভাপতি, হাসেন আলী সহ-সভাপতি , তানভীর আনোয়ার সহ-সভাপতি, সোহরাব হোসেন সাধারন সম্পাদক, শাহীন শুভ বিজয় সহ-সাধারণ সম্পাদক, রবি হোসাইন অর্ক সাংগঠনিক সম্পাদক।

আব্দুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, সজীব ঘোস অর্থ সম্পাদক , আবির আহমেদ রিফাত সহ-অর্থ সম্পাদক, প্রমিস চাকমা দপ্তর সম্পাদক, রাসেল আহমেদ সহ-দপ্তর সম্পাদক, ইকরামুল ইসলাম প্রকাশনা সম্পাদক, কামরুল ইসলাম জনসংযোগ সম্পাদক, হুমাইরা হিমা ভ্রমন সম্পাদক, ইমরান হোসেন আন্তর্জাতিক সম্পাদক সম্পাদক, নুরুল ইসলাম নাহিদ সম্প্রসারন সম্পাদক।

শাহিন আহমেদ সুমন আহমেদ তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, আরিফুল ইসলাম পলাশ গবেষণা সম্পাদক, প্রীতিলতা মহাত নারী ও শিশু, মংসি মারমা জীব ও বৈচিত্র্য সম্পাদক, জাকিরুল ইসলাম পাঠচক্র সম্পাদক।নির্বাহী সদস্যরা রফচান আলী, আকরাম হোসেন, বিথী রায়, তারেক, জাহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, হুমায়ুন কবির, জে এফ নয়ন, মামুন, সজীব পাল, সজীব হোসেন, চাঁদ মিয়া, রাকিবুল ইসলাম রতন, তুরাগ মন্ডল, কায়েস আহমেদ খান, রুবেল, ওবাইদুর রহমান, জুই, সুমন চন্দ্র বর্মন, রাজীব মন্ডল, দোলা।


শেয়ার করুন