পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু বাইশারীতে উদ্ধার

SAM_5943 copyমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ২ ওয়ারেন্টভুক্ত আসামীসহ এক অপহরনকারী চক্রের সদস্যকে আটক করেছে। আটকৃতরা হলেন, বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে সালেহ আহমদ (৪৫) ও কাগজিখোলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র জসিম উদ্দীন (৫০)। অপরজন মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা আবু বক্কর (৬০) এর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান বলেন, সোমবার গভীর রাতে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে পৃথক অভিযানে আটক করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের বাকলিয়া থানার হাফেজ নগর গ্রাম থেকে মো: রোহান নামের দুই বছরের এক শিশু অপহৃত হওয়ার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণের ঘটনার সাথে জড়িত আবু বক্কর নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশের কাছে সে নিজেকে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল খায়ের জানান- সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর তাকে বান্দরবান আদালতে প্রেরন করা হবে।


শেয়ার করুন