চট্টগ্রামে সোহেল হত্যায় গ্রেপ্তার ৫ শিক্ষার্থী রিমান্ডে

adalot2সিটিএন ডেস্ক:

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ সোহেল আহমেদ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ শিক্ষার্থীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নগরীর চকবাজার থানার পুলিশের ১০দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকালে মহানগর হাকিম ফরিদ আলম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- তামিমুল আলম তামিম, ওয়াহিদ্দুজামান নিশান, আশরাফুল আলম আশরাফ, জিয়াউল হাসান চৌধুরী ও এস এম গোলাম মোস্তফা।

মঙ্গলবার সংঘর্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ সোহেল আহমেদ খুন হওয়ার পর রাতে সাহেলের বাবা আবু তাহের বাদী হয়ে চকবাজার থানায় মামলা করার পর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নগরীর দামপাড়া ক্যাম্পাসে বিবিএর ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়ার চলাকালে শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির হয়। এর পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অপর পক্ষের ছুরিকাঘাতে সোহেল গুরুতর আহত। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত জিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন