চকরিয়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুনগত মান্নোয়নে সেমিনার অনুষ্টিত

চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমকে সংবর্ধনা ও চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আবুল কালামকে বিদায় সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। গত ৩০ডিসেম্বর বিকেলে মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আরিফ উদ্দিন। চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসির আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংবর্ধিত সাংসদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী,  কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী। এছাড়া আরও বক্তব্য দেন, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি জিএম রোকন উদ্দিন, কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফেরদৌসি জয়নব রোমিতা।
সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ও বিদায়ী অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন জঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। দু:খের বিষয় শিক্ষকদের মধ্যে সহকারি শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছে। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দুরীকরণে ও উন্নয়ন খাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন