ঘুমধুমে হাজারেরও অধিক মিষ্টি কুমড়াগাছ কেটে জমি দখল

8শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি ॥         

দক্ষিণ ঘুমধুমে ৪/৫টি হতদরিদ্র পরিবারের ভোগদখলীয় জমি দখলের অপচেষ্টা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত প্রায় হাজারেরও অধিক মিষ্টি কুমড়া গাছ কেটে ফেলেছে একটি প্রভাবশালী মহল। গত সোমবার রাত ১১ টার দিকে এঘটনাটি ঘটেছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, দক্ষিণ ঘুমধুম গ্রামের মৃত বাচাঁ মিয়ার ছেলে আলী হোছন সহ ৪/৫টি পরিবার তাদের ভোগদখলীয় জমিতে মিষ্টি কুমড়ার চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে যুগ যুগ ধরে। ক্ষতিগ্রস্থ আমির হোছন জানায়, ২৬৭নং ঘুমধুম মৌজার বাগান মালিক জাহিদ হাসান চৌধুরী তাদের লীজ নেয়া জমি দাবী করে ১৮/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে প্রায় ৫ শতাধিক ছোটবড় মিষ্টিকুমড়াসহ হাজারেরও অধিক গাছ কেটে ঘেরাবেড়া লন্ডবন্ড করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এব্যাপারে জানতে চাওয়া হলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষদের নিয়ে সালিশী বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিপক্ষ জাহিদ হাসান চৌধুরী জানান, জমিটি তাদের লীজের অর্ন্তভুক্ত।


শেয়ার করুন