গ্রেপ্তারে থামবে না ইন্তিফাদা: হামাস

124955_1সিটিএন ডেস্ক :

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক ধরপাকড় অভিযানেরর তীব্র নিন্দা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এই ধরনের ধরপাকড় চালিয়ে তেল আবিব সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান ইন্তিফাদা বা গণজাগরণ দমন করা যাবে না।

অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২৪ হামাস কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।

কয়েকটি সূত্র জানিয়েছে, রাতের বেলা ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলি বাহিনী।

নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি হামাস বলেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে হামাস কর্মীদের আটক করার মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনিদের চলমান কুদস ইন্তিফাদা রুখতে পারবে না।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আজ বলেছেন, ইসরাইলি বাহিনী যতই আটক অভিযান, আগ্রাসন এবং দমন পীড়ন চালাবে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ইন্তিফাদা ততই জোরদার হবে।

বর্বরোচিত দমন পীড়ন এবং অপরাধযজ্ঞের জন্য তেল আবিব সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: প্রেস টিভি


শেয়ার করুন