গোলচত্বর মাঠে শুরু হয়েছে বিপিএল ক্রিকেট টূর্ণামেন্ট

BPL
বার্তা পরিবেশক :
কক্সবাজার পৌরসভার ঐতিহ্যবাহী মহল্লা বাহারছড়ার যুব ও ছাত্র সমাজ অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। বিপুল সম্ভাবনাময় বর্তমান প্রজন্মকে দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষকে সামনে রেখে তারা সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার প্রসারে উদ্যোগী হয়েছে। তারই ধারাবাহিকতায় তারা মঙ্গলবার থেকে বাহারছড়া গোল চত্বর মাঠে আয়োজন করেছে বিপিএল (বাহারছড়া প্রিমিয়ার লীগ) নামে একটি ক্রিকেট টূর্ণামেন্টর। আয়েজকরা জানিয়েছেন টূর্ণামেন্টে কক্সবাজার শহরের ২০টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। মঙ্গলবার বিকালে গোলচত্বর মাঠে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। সম্মানিত অতিথি ছিলেন বাহারছড়ার কৃতী সন্তান, জেলার বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত। অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম ও অন্যতম আয়োজক মোহাম্মদ হোসেন মাসুম। এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তৌসিফ রহমান জিতু, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন তূর্য, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অব্দুল মজিদ সুমন, আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান, আরিফুর রহমান, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজহার উদ্দিন রুহুল, ছাত্রনেতা রিদুয়ান রশিদ আবিস্কার, সাইফুল আলম বাদশা প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন লাইট হাউজ জুনিয়র ক্রিকেট একাদশ, ইয়াংগার্স ক্রিকেট একাদশ বাহারছড়া। খেলা পরিচালনা করেন নুরুল আমিন, জুয়েল এবং হাসান। অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী বাহারছড়া ইয়াংগার্স ইলেভেন এবং লাইট হাউসপাড়া জুনিয়র ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।


শেয়ার করুন