গুলশান হামলায় দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে

dmpসিটিএন ডেস্ক:
গুলশান হামলায় ২ জন সন্দেহভাজন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। হাসপাতালে চিকিৎসা শেষে তাদের জিজ্ঞাসা করা হবে বলে জানান তিনি। জঙ্গি হামলায় নিহত ডিএমপির সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ও বনানী থানার ওসি মো. সালাহ উদ্দিন খানের স্মরণে আয়োজিত শোকসভায় সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা মোকাবিলা ও জিম্মিদের উদ্ধারে পুলিশ ও র‌্যাব অপারেশন চালানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে অপারেশন চালাতে দেরি হয়ে যায়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমাদের পুরোবাহিনীর আগামীতে কী ধরনের প্রস্তুতি থাকতে হবে, কী কী করতে হবে, তা আজই ঠিক করতে হবে। দেরি করা যাবে না। এভাবে আমরা আর সহকর্মী হারাতে চাই না।


শেয়ার করুন