গলায় ‘চুরির’ প্ল্যাকার্ড ঝুলিয়ে তরুণকে নির্যাতন

2016_06_08_22_46_47_VTxHsUowsXGBSGLH0K3EVpD6V10R29_originalসিটিএন ডেস্ক : ভোলায় ওষুধ চুরির অপরাধে কানু হাওলাদার নামে এক তরুণকে বেঁধে পিটিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শহর প্রদক্ষিণ করানো হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে শহরের বরিশাল দালান এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটিয়েছেন স্থানীয় ওষুধ বিক্রেতা মালিক (ড্রাগ ক্যামিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট) সমিতির কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উত্তরণ ফার্মেসিতে কানু হাওলাদার ওষুধ কিনতে গেলে তাকে দোকানে রেখে বিক্রেতা মিজান বের হন। এসময় প্রায় তিন হাজার টাকার ওষুধ নিয়ে কানু কৌশলে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারিরা তাকে ধরে ফেলে এবং মারধর করে ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির হাতে তুলে দেয়। সেখানে তাকে আবার মারধর করে গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে বৃষ্টির মধ্যে শহর প্রদক্ষিণ করানো হয়।

উত্তরণ ফার্মেসির মালিক মো. কামাল হোসেনের ছেলে সৈকত জানান, ওষুধ চোর ছেলেটিকে মারধর করেননি তারা সমিতির নেতা হাফিজ মিয়ার কাছে তুলে দেন।

জেলা ড্রাগ ক্যামিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমিতির সম্পাদক হাফিজুর রহমান জানান, উত্তরণ ফার্মেসি থেকে তিন হাজার টাকার ওষুধ নিয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যাওয়ার সময় দোকানের স্টাফরা তাকে ধরে ফেলে। পরে পুলিশে দেয়া হয়। তাকে মারধর করা হয়নি। এর আগেও ওই যুবক বিভিন্ন দোকান থেকে ওষুধ কিনতে এসে চুরি করেছিল বলে জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অমানবিক। ছেলেটি নেশাগ্রস্ত হতে পারে বা চুরি করতে পারে। তাই বলে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। পুলিশের পক্ষ থেকে ড্রাগ ক্যামিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমিতির কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়েছে।


শেয়ার করুন