গভীর রাতে কটেজ কক্ষ থেকে ভেসে আসে নির্যাতিত নারীর কণ্ঠ

bc5bfa03-bbbd-4b95-9155-2640f795fc27নিজস্ব প্রতিবেদক: 
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের কতিপয় আবাসিক গেষ্ট হাউজ, কটেজ ও হোটেলে চলছে সন্ত্রাসী কার্যকলাপ, জুয়া, মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি। বেশ কয়েকটি সিন্ডিকেড দীর্ঘদিন থেকে এসব অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসলেও সেখানে পুলিশী অভিযান তেমন হয়না বলে অভিযোগ রয়েছে। যে কারনে দিন দিন আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
অভিযোগে জানা গেছে, কলাতলী হোটেল-মোটেল জোন নিয়ন্ত্রণ করছে কতিপয় সন্ত্রাসী ও অস্ত্রধারী যুবক। তারা সেখানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিকিকিনি, জুয়ার আসর, পতিতাবৃত্তি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে বিভিন্ন হোটেল ও কটেজে পুলিশী অভিযান হলেও প্রভাবশালী গডফাদারদের তিদ্বিরে অপরাধীরা আবার ছাড়া পেয়ে যাচ্ছে। গত ২৭ মার্চ গভীর রাতে সৈকত পাড়া সংলগ্ন সৈকত বিলাস নামের একটি কটেজে পুলিশী অভিযান পরিচালিত হয়। অভিযানে পতিতা, খদ্দের আটক ও মাদক উদ্ধার হলেও পুলিশ কিছু না নিয়েই চলে আসে বলে স্থানীয়দের অভিযোগ। কিছুদিন পূর্বেও একই কটেজে অস্ত্রসহ ২জন আটক হয়েছিল। উক্ত কটেজের ভাড়াটিয়া নুরুল হুদা এসব অপকর্মের হোতা বলে জানা গেছে। অনেক কিশোরী যুবতীকে সে কটেজে আটকিয়ে ধর্ষণ করে এবং পতিতাবৃত্তিতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে। তার কটেজের ভিতর থেকে গভীর রাতেও নির্যাতিত নারীর কণ্ঠ ভেসে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তার বিরুদ্ধে সৈকত আবাসিক এলাকায় মাস্তানি, সন্ত্রাসী কার্যকলাপ ও নানা অপকর্মের অভিযোগ ও মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনলে কলাতলীর মোটেল জোনের অপরাধ প্রবণতা অনেকটা কমে আসবে বলে স্থানীয়দের অভিমত। উক্ত কটেজের পার্শ্ববর্তী অন্যান্য কটেজেও একই ব্যবসা চলছে। এসব হোটেলেও যুবতী কিশোরীদের আটকিয়ে নির্যাতন করা হয়। অপরদিকে আগন্তক কোন পর্যটক বা অপরিচিত ব্যক্তি কটেজ গুলোর সামনে দিয়ে যাতায়াত করলেই বিপদ। তাদেরকে জোর করে কটেজে ঢুকিয়ে অনৈতিক কাজে বাধ্য করাচ্ছে। এমনকি সর্বস্ব হাতিয়ে নেওয়ার অহরহ ঘটনাও ঘটছে। কতিপয় মক্ষিরানী ওসব কটেজে নিয়মিত পতিতা সরবরাহ দিচ্ছে। এ ব্যাপারে কেউ ‘টু’ শব্দ করলে তাদের উপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হচ্ছে। কক্সবাজার সদর মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, অভিযানে আমাদের আন্তরিকতার কোন কমতি নেই। তবে কিছু প্রভাবশালী অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে তব্দির করে আসছে। এতে অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে।


শেয়ার করুন