গণতান্ত্রিক কফিনে পেরেক পোতা হচ্ছে

সিটিএন ডেস্ক:
ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় পর্যায় নির্বাচনের সবচেয়ে প্রান্তিক অংশ। সেখানে গণ-সম্পৃক্ততা সবচেয়ে বেশি থাকে। ঘরে ঘরে, এলাকায় এলাকায়, পারিবারিক যোগাযোগের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনটি হয়। কিন্তু এবারের নির্বাচন উৎসবের আমেজের পরিবর্তে নির্বাচনী আতঙ্ক প্রত্যক্ষ করছি আমরা। ইতোমধ্যে বিদ্রোহী, বিক্ষুব্ধ, প্রতিপক্ষকে নিপীড়নের যে ঘটনাগুলো বিভিন্নভাবে উঠে এসেছে, সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই শুরু হওয়া ইউপি নির্বাচনের প্রথম পর্বটি দেখতে হবে।

কয়েকদিনের ঘটনা প্রত্যক্ষ করলে দেখা যাবে, নির্বাচনের পরিবর্তে গায়ের জোর, ক্ষমতার জোর, কখনো কখনো এলাকার প্রভাব-প্রতিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। ফলে এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চার অধিকার কতটুকু অর্জন আমরা করতে পেরেছি আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে? মনে হয়, সেই গণতান্ত্রিক অধিকারটুকু বিসর্জন দেওয়ার একটা সর্বনাশা পথে আমরা পা বাড়াচ্ছি।

কিছু ঘটনা দেখার পর আমরা হয়তো কিছু ধারণা পাই, কিন্তু সাধারণ চিত্র হয়তো কখনোই পাব না। যতটুকু দেখছি তাতে বোঝা যাচ্ছে, স্থানীয় পর্যায়ে রাষ্ট্রীয় সন্ত্রাস, স্থানীয়ভাবে দলীয় সন্ত্রাস, স্থানীয়ভাবে দলীয় প্রার্থীকে জনগণের প্রার্থী হিসেবে চিহ্নিত করার যে অপপ্রয়াস শুরু হয়েছে, তা কোথায় গিয়ে থামবে বলা মুশকিল।

ইউপি নির্বাচনের এটি প্রথম ধাপ, ছয়টি ধাপে নির্বাচন সম্পন্ন হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক কফিনে পেরেক পোতার কাজ হচ্ছে তা শেষ পর্যন্ত দেশের সাধারণ গণতান্ত্রিক চেতনাকে বিনষ্ট করবে।


শেয়ার করুন