গণআদালতে বিচার হবে খালেদা জিয়ার

তোফায়েলসিটিএন ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করায় জনগণের গণআদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা খালেদা জিয়ার বিচার হবে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ ফজিলাতুননেছা মুজিব-এর ৮৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, খালেদা জিয়া ২০১৫ সালে ৯২ দিন হরতাল-অবরোধ দিয়ে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। বলেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরবেন না। কিন্তু আদালতে আত্মসর্ম্পন করে বহাল তবীয়তে ঘরে ফিরে গেছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বাসায় ফিরে গেছেন। কিন্তু বাসায় ফিরতে পারেননি সেই মায়ের ছেলেরা, যারা গাড়ির চালক ছিলো, হেলপার ছিলো। সেই নিষ্পাপ শিশু মায়ের কোলে অগ্নিদগ্ধ হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আজকে বিচারের সম্মুখিন হয়েছেন। আমাদের রপ্তানির গতি কমিয়েছেন তিনি। আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে মর্যাদাহানী করেছেন। তার বিচার বাংলার মানুষের গণ আদালতে একদিন হবে।’

শেখ ফজিলাতুননেছা মুজিব-এর স্মৃতিচারণা করে তোফায়েল বলেন, ‘তিনি বঙ্গবন্ধুর সকল কাজে পাশে থেকে তাকে সহযোগিতা করেছেন। আমাদের সব সময় সহযোগিতা করেছেন।’

সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।


শেয়ার করুন