খুটাখালীতে জীপ ট্রাক সংঘর্ষ আহত ১০ 

download (1)নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী পরিষদ সংলগ্ন এলাকায় ট্রাক জীপ সংঘর্ষে ১০ নির্মাণ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  ৭ জুলাই রাত পৌনে ৮ টায় ঘটে এ দূর্ঘটনা। দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুটাখালী বাজারস্থ ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে। এতে আহতরা হলেন জিয়াউর রহমান (২০), দেলুয়ার (৩৫), রাশেদ (৩০), শাহাজাহান (২৩), আলমগীর (২০), বাহাদুর (৩০), সোনামিয়া (২৫), মোহাম্মদ শাহজাহান (১৮), শাহাজান মিয়া (২০) ও নুরুল ইসলাম (২৮)। তাদের সকলের বাড়ি কক্সবাজার শহরে বলে জানা গেছে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন রাত পৌনে ৮ টার সময় নির্মাণ শ্রমিক বাহি একটি জীপ গাড়ি পেকুয়া বেতুয়া বাজার থেকে কাজ সেরে কক্সবাজার যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী চট্টগাম মুখী একটি ট্রাক মহাড়কের খুটাখালী পরিষদ সংলগ্ন এলাকায় জীপকে স্বজুরে ধাক্কা দেয়। এতে ১০ নির্মাণ শ্রমিক গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। শ্রমিকদের মাঝি হাবিব জানায় পেকুয়া থেকে ঢালায় কাজ সেরে তারা জীপ যোগে কক্সবাজার যাচ্ছিলেন। তার গাড়িতে প্রায় ৪০ জন শ্রমিক ছিল। তাদের মধ্যে ১০ জন গুরুত্বর আহত হয়েছে। দূর্ঘটনার পর পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেছে। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


শেয়ার করুন