‘খালেদা ভয়ঙ্কর অসুস্থ’

 বাংলামেইল২৪ডটকম

খালেদাঢাকা: নিজ কার্যালয়ে কার্যত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে বের হয়ে এসে রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘নেত্রীর সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। আমি তার কুশলাদি জানতে এসেছিলাম। তিনি ভয়ঙ্কর অসুস্থ।’

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ড. এমাজউদ্দিন চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করার প্রায় দুঘণ্টা পর বের হয়ে আসেন।

এসময় ড. আহমেদ সাংবাদিকদের আরো বলেন, ‘বসে থেকে কথা বলার মতো অবস্থা নেত্রীর ছিল না। তাই তিনি শয্যায় শুয়ে থেকেই কথা বলেন।’

রাজনীতি বিষয়ে কোনো আলাপ না হলেও আন্দোলনের সফলতা বিষয়ে খালেদা জিয়া আশাবাদী বলেও জানান ড. এমাজউদ্দিন।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেলে পূর্ব ঘোষিত ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ দেয়ার জন্য গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার জন্য গাড়িতে ওঠেন তিনি। কিন্তু পুলিশের বাধায় কার্যালয় থেকে বের হতে পারেননি। পরে খালেদা গাড়ি থেকে নামার সময় পুলিশ পিপার স্প্রে করে। পিপার স্প্রের বিষক্রিয়ায় ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেলের ডাক্তারদের একটি বিশেজ্ঞ টিম এবং তার ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা দেন। এছাড়া সেখানে অবস্থানরত মহিলা নেতাকর্মী ও অফিস স্টাফরাও পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।


শেয়ার করুন