খালেদা জিয়ার বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে

বিবিসি বাংলা

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
এ মামলায় হাজির না হওয়ায় গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত।
আইনজীবীরা বলছেন শুনানি শেষে আদালত এক লাখ টাকা মুচলেকায় ও মামলা চলাকালে বিদেশে যেতে হলে আদালতে অনুমতি নিতে হবে এ শর্তে জামিন আবেদন মঞ্জুর করেন।
তবে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই।
খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালীন সময়ে এসব গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো।
প্রায় তিন মাস লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে অবস্থানের পর বুধবার বিকেলে ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারপার্সন।
এরপর আজ সকালে তিনি বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
তার আইনজীবীদের একজন মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন আদালত জামিন মঞ্জুর করে বলেছে এরপর মিসেস জিয়াকে বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নিতে হবে।


শেয়ার করুন