খালেদার সংগ্রাম কমিটিতে যে সদস্য হবে তাকেই গণধোলাই

hasan-mahamud.jpg1_বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশব্যাপী পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ বলেছেন, ‘প্রতিরোধ কমিটির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবে তাদেরকেই গণধোলাই দেয়া হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সমানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আইএসের মতো গোপন বিবৃতি দিয়ে পাড়ায়-মহল্লায় সন্ত্রাসী প্রতিরোধ কমিটির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বিএনপি। তাই এ সন্ত্রাসী কমিটিতে যারাই সদস্য হবে তাদের সবাইকে গণধোলাই দেয়া হবে।’

তিনি বলেন, ‘২০ দলীয় জোটে প্রায় দুই মাসের এই নৈরাজ্যকর সন্ত্রাসী আন্দোলনের নামে ১২৭ মানুষ হত্যা করেছে। পেট্রোলবোমা হামলা চালিয়ে নিরীহ খেটে খাওয়া মানুষদের হত্যা করা হচ্ছে। আর এই প্রতিটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি খালেদা জিয়া।’

খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আগামী ৪ তারিখে আপনি আদালতে হাজিরা দেন। আদলত আপনাকে জামিনও দিতে পারে। কিন্তু যদি হাজির না হন তাহলে আইন তার নিজেস্ব গতিতে চলবে।’

এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বলেন, ‘বর্তমানের হরতাল-অবরোধকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পেট্রোলবোমা চায় না, তারা শান্তি চায়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনকে নিয়ে অবৈধ অভিযোগ তুলেছেন, আসলে তিনি নির্বাচন চান না। খালেদা জিয়ার নির্বাচন ভীতি আছে। কারণ তিনি জানেন তার প্রতি জনগণের আস্থা নেই।’

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জাম দুর্জয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন