খালেদার রাজনৈতিক ‘কবর’ দেবে ১৪ দল

2016_06_17_10_03_41_W5e4iVjIHrAaTOukTGPAV1fTy7yzcx_originalসিটিএন ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৪ দল খালেদার রাজনৈতিক শেষ কবর রচনা করবে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘এর আগে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন। সেদিন গুলশানে খালেদা জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। আবার তাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল। এবারও ১৪ দল নেমেছে, এবার আপনার রাজনৈতিক শেষ কবর রচনা করবে।’

এবার ১৪ দল খালেদা জিয়ার রাজনৈতিক শেষ কবর রচনা করবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বেগম খালেদা জিয়া গতকাল অশালীন ও অসভ্য ভাষা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা টার্গেট কিলিং চালাচ্ছেন।’

‘এ বক্তব্যের মাধ্যমে আপনি আসলে আপনাকে আড়াল করার শেষ চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি, এ গুপ্তহত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনি আসলে আপনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছেন আপনি নিজেই, এটি আপনাকে বুঝতে হবে।’

বিএনপি জোটের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় রয়েছি, ১৪ দলের পক্ষে জনগণের ম্যান্ডেট রয়েছে, না হলে ঢাকা থেকে এক শিবিরের ক্যাডার পাঠিয়ে দিয়ে আপনি মাদারিপুরের প্রভাষককে হত্যার চেষ্টা করেছেন, এর প্রতি উত্তরও আমরা দিতে পারি।’

দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন ক্ষমতাসীন এই জোটের মানববন্ধনকে সফল করার লক্ষ্যে ওই যৌথসভার আয়োজন করা হয়। সভায় ১৪ দল নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, বিএমএ’র মহাপরিচালক ইকবাল আর্সনাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন