খালেদাকে এরশাদের চিঠি

বাংলামেইল:

ershad-khaleda শোকে অচেতন খালেদা জিয়াকে শোকাবহ পরিবেশেই সংলাপের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় পার্টির সহদপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের কাছে চিঠি পৌঁছে দেন।

চিঠি পৌঁছানোর বিষয়টি বাংলামেইলকে জানিয়েছেন আবুল হাসান।

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে মূহ্যমান খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন। এ কারণেই গতকাল প্রধানমন্ত্রী গুলশানে গেলেও তার সঙ্গে তিনি দেখা করতে পারেননি। খালেদা জিয়া এখনো ঘুমিয়ে আছেন বলে জানা গেছে।


শেয়ার করুন